স্কুল-কলেজ এমপিও ভূক্তি,প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি এমপি মজিদ খানের কৃতজ্ঞতা

আতিক হাসান আবিদ, বানিয়াচং (হবিগঞ্জ),হবিগঞ্জের বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় ও উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় এবং আজমিরীগঞ্জ উপজেলায় পাহাড়পুর কলেজ এমপিও ভূক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

একান্ত সাক্ষাতকারে এমপি মজিদ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দুুরদর্শী নেতৃত্বে এবং শিক্ষা মন্ত্রীর চৌকস শিক্ষানীতির কারণে শিক্ষাখাতে আমুল পরিবর্তন এসেছে। বানিয়াচং আজিমরীগঞ্জে শিক্ষাখাতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অবদান অনস্বীকার্য, তাই তাদের প্রতি আমার এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাহাড়পুর কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র দাস এবং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ বলেন, আমাদের এলাকার মাননীয় এমপি আব্দুল মজিদ খানের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় ১ টি কলেজ ও ২ টি স্কুল এমপিও ভূক্ত হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর পাশাপাশি এমপি আব্দুল মজিদ খানের প্রতি আমরা কৃতজ্ঞ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

৩য় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ,হাফিজ সিদ্দিক চাচার মাধ্যমে সাংবাদিকতা শুরু-আব্দুল হক মামুন

স্কুল পরিদর্শণকালে কাশেম চৌধুরী : যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো

লাখাইয়ে সরকারি দীঘি অবধৈভাবে দখল! উদ্ধারে উপজলো প্রশাসন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান