তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বানিয়াচং টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা

আতিক হাসান আবিদ, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘দিন ব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া,

উপজেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ খবির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, ইফা’র ফিল্ড সুপার ভাইজার মো: তৌহিদ মিয়া,

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একে এম এ হাদীও মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণার্থীদের ৬টি ভাগে ভাগ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে লিখিত পরামর্শ নেয়া হয়। ৬ টি গ্রুপ থেকে ১ জন করে তাদের গ্রুপের বক্তব্য উপস্থাপন করেন। সকলের পর্যালোচনায় একটি সফল ও প্রাণবন্ত প্রশিক্ষণ হয়েছে বলে জানান সভাপতি ইউএনও পদ্মাসন সিংহ।

প্রশিক্ষণ কর্মশালায় ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ধর্মীয় নেতা এবং এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩ শত সদস্যকে ত্রাণ সহায়তা

বানিয়াচংয়ে দখলীয় ঘর অন্যকে লীজ :আশ্রয়হীন না করতে ডিসি বরাবরে ভূমিহীন নারীর আবেদন

নির্বাচনী হালচাল ওয়ার্ড নং ৯: নবীগঞ্চ পৌরসভার কাউন্সিলর আলা্উদ্দিনের পক্ষে গণজোয়ার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান