বানিয়াচংয়ে ড্রেন থেকে ময়লা সরিয়ে পানিবন্দী মানুষকে রক্ষা করলেন চেয়ারম্যান মিজানুর রহমান খান

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: স্থানীয় বড়বাজার সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন ড্রেনের ওপরে ময়লার ভাগাড় থাকায় অল্প বৃষ্টিতেই জেলার বানিয়াচং উপজেলা সদর পুরান তোপখানা, তাম্বলীটুলা, মাদারীটুলা গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। গেল একসপ্তাহ যাবৎ ওই এলাকার মানুষ পানিবন্দির খবর পেয়ে গতকাল বিকালে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান বেকু এক্সেভেটরের মাধ্যমে উক্ত ময়লা ড্রেন থেকে অপসারণ করান।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান জানান, কয়েক বছর যাবৎ মসজিদের পাশের নালায় বাজারের সকল ময়লা আবর্জনা ফেলায় ড্রেনটি বন্ধ হয়ে যায়। ফলে পানি নিস্কাশন না হতে পেরে এলাকার মানুষ পানিবন্দি আছেন। জনদুর্ভোগ লাঘবে তিনি নিজ উদ্যোগে বিশাল ময়লার ভাগাড় অপসারণ করে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সেক্রেটারী আঙ্গুর মিয়া, ব্যবসায়ী মোস্তফা মিয়া, মেম্বার লোকমান মিয়া ও মহিবুর রহমান বুলু,আব্দুর রাজ্জাক আলামিন, আজমান মিয়া, গোলাপ হোসেন, আলকাছ মিয়া, সহ অন্যরা।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে জটিল রোগীদের সহায়তায় সরকারি চেক বিতরন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দক্ষিণ বানিয়াচং সেচ্ছাসেবকদলের দোয়া মাহফিল

বানিয়াচংয়ে সাংবাদিকের বাড়ির গাইডওয়াল নির্মাণ বন্ধের পায়তারা করছেন গ্রাম্য মাতব্বররা