বানিয়াচংয়ে আইন শৃংঙ্খলা সভা, এমপি মজিদ খানকে নিয়ে প্রপাগান্ডা ও ধন মিয়ার বাড়িতে হামলার নিন্দা

জীবন আহমেদ লিটন : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, চেয়ারম্যান শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ, কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, অধ্যক্ষ স্বপন কুমার দাশ,

প্রবীন শিক্ষক বিপুল ভূষণ রায়, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী, সাদিকুর রহমান প্রমুখ।

সভায় সম্প্রতি সৈদ্যাটুলা ছান্দে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার বাড়ি-ঘরে হামলার নিন্দা এবং এ সংঘর্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানকে জড়িয়ে মিথ্যা প্রপাকান্ড করার প্রতিবাদ জানিয়েছেন সদস্যবৃন্দ।

সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের নাম কেটে দেওয়ার অনুরোধ জানানো হয়। এ ছাড়াও উপজেলায় ১৮ বছরের নিচে কেউ টমটম বা মিশুক চালালে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

আজমিরীগন্জ রাস্তায় ব্যাটারিচালিত মিসুক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা রাখায় বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন : এমপি মজিদ খান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বিদ্যুৎ দেওয়ার কথা বলে নারীকে কুপ্রস্তাব,মাছ কারবারি নজরুল ও মেইকার সুজনকে জুতাপেটা