নিজস্ব কল্যাণ তহবিল থেকে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের খাদ্য সামগ্রী প্রদান

বানিয়াচং (হবিগন্জ) প্রতিনিধি : বানিয়াচং মডেল প্রেসক্লাবের নিজস্ব কল্যাণ তহবিল থেকে সদস্যদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় কার্যালয়ে সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সহ-সভাপতি দেওয়ান শোয়েব রাজা, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, আইন সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, শেখ শফিকুল ইসলাম সফিক ও লিলু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ১ বছর আগে বস্তুনিষ্ট সাংবাদিকতার প্রত্যয় নিয়ে একঝাঁক মেধাবী ও তরুণ সাংবাদিকদের নিয়ে মডেল প্রেসক্লাব গঠন করা হয়। এরপর গঠনতন্ত্র প্রণয়ন, বৃক্ষরোপণ কর্মসূচি, মাষ্ক বিতরণ, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বার্ষিক আনন্দ ভ্রমণসহ সমাজ উন্নয়নে গৃহিত কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে বোতাম তৈরী করে গৃহবধুর ভাগ্য বদল :সরকারী পৃষ্ঠপোষকতার দাবী

বানিয়াচংয়ে নগদ অর্থসহ ৭ জুয়াড়ী গ্রেফতার, ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ওসি অজয় দেব

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান