বানিয়াচংয়ে ১০ টাকা কেজীর ৮০ বস্তা চাউলসহ গ্রেফতার ১, তবে গ্রেফতার হয়নি মুল হুতা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজী দরে বিক্রির ৮০ বস্তা চাউলসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আলম বাজারে অভিযান চালিয়ে স্থানীয় ইকরাম গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র মশিবুলকে ট্রাক্ট্রর বোঝাই চাউলসহ গ্রেফতার করা হয়।

জানা যায়, হতিদরিদ্র মানুষের কাছে ১০ টাকা কেজী দরে বিক্রি না করে সরকারী চাউল বিক্রির জন্য বাজারে নিয়ে যায় চালক মশিবুল। তাৎক্ষনিক তাকে গ্রেফতার করে চাল ও ট্রাক্টরসহ থানায় নিয়ে আসা হয়। পরে এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি ও থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হয়। এসআই ফারুক জানান জব্দকৃত চাউলের ডিলারের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।
দালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। মাদকের ডিলার সাঈদুল ও কারবারি মুবিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

সাংবাদিক মহসিন সাদেকের মায়ের মৃত্যুতে লাখাই উপজেলা প্রেসক্লাবের শোক সভা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ইভটিজিং নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে নবীগন্জে আলোচনা সভা

আদালত জামিন দিলেও বাঁচতে দিলনা ঘাতক ট্রাক