বানিয়াচংয়ে মোশাহিদ হত্যাকান্ডের ৬ আসামী বি-বাড়িয়া থেকে আটক

জীবন আহমেদ লিটন: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে মোশাহিদ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাক্ষনবাড়িয়া থেকে ৬ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। রোববার (১০ মার্চ) সন্ধার আগে পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের সরাসরি তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, এসআই সামসুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন ও এএস আই তোহা সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় দাঙ্গাবাজদের গ্রেফতার করতে সক্ষম হন। আজ সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো গ্রামের নিয়াজত মিয়ার পুত্র বিলাল মিয়া (৫০),বিলাল মিয়ার পুত্র দুলাল মিয়া (২৮), মালেক মিয়ার পুত্র সুহেল মিয়া (৩০), মৃত এরাজত মিয়ার পুত্র মালেক মিয়া (৫৫), মৃত ফেরাসত মিয়ার পুত্র মফিজ মিয়া (৫৫) ও কাদির মিয়ার পুত্র শাকিল মিয়া (২২)।

উল্লেখ্য রোববার সকাল ১১ টায় বানিয়াচং ১২ নং সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে পূর্ব বিরুধের জেরে গ্রামের আব্দুল কাদির মিয়ার লোকজন ও হাফিজুল মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে হাফিজুল মিয়ার পক্ষের মোশাহিদ মিয়া নামরে এক যুবক নিহত ও অন্তত ৫ জন আহত হয়। ঘটনার পর হত্যার সাথে জড়িতরা আত্মগোপন করে। কিন্তু পুলিশ প্রযুক্তির সহযোগিতায় ১২ ঘন্টার মধ্যে আসামীদের বি-বাড়িয়া জেলার নাসির নগর থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

কোরআন শরীফ বিতরন করেছেন শরীফ উদ্দিন এমপি গ্রন্থাগারের পৃষ্ঠপোষক রুয়েল

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন’র কাউন্সিল: সভাপতি আরজু, তাওহীদুল সেক্রেটারী

বিসিএস স্বাস্থ্য ৩৯ তম ব্যাচের ১ বছর পুর্তিতে বানিয়াচংয়ে কেক কাটার অনুষ্ঠান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান