নেত্রকোনার মদনে তিন মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নৌয়াগাঁও গ্রাম থেকে  গত শনিবার দিবাগত রাতে নাজিম উদ্দিন (৩৫) মোমেন (২৫) ও সুজন(৩০) নামের তিন মাদক ব্যবসায়ীর কে আটক করেছে মদন থানা পুলিশের একটি চৌকস দলের এসআই খালেক ও এসআই আজিজ।

আটককৃত নাজিম উদ্দিন নৌয়াগাঁও গ্রামের মৃত আবুচানের ছেলে , একই গ্রামের মোমেন মিয়া মৃত আবদুল হেকিমের ছেলে,  ও সুজন নায়েকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে।

মদন থানার পুলিশ সূত্রে জানা যায়, মোমেন, নাজিমুদ্দিন ,ও সুজন দীর্ঘদিন যাবত  মাদক ব্যবসার সঙ্গে জড়িত । শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় নৌয়াগাঁও গ্রামের মৃত মফিজ উদ্দিনের  ছেলে  (পাগল )আলিম এর ঘর থেকে তাদের আটক করা হয়েছে ।

এ সময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামসহ  ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে নেত্রকোনা  আদালতে  পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  (ওসি তদন্ত) মাজেদুল ইসলাম বলেন, গাঁজাসহ নাজিম উদ্দিন, মোমেন, ও সুজন মিয়া এই তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করে  নেত্রকোনা  জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নেত্রকোনার আটপাড়ায় ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

শেরপুরে উপস্থিতিতে কৃষকের ধান কেটে দিলেন স্টুডেন্ড কমিউনিটি ও পুলিশিং ফোরাম

শেরপুরে কৃষকের ধান কেটে দিলেন স্টুডেন্ড কমিউনিটি ও পুলিশিং ফোরাম