শেকড়ের সন্ধানে গিয়ে সংবাদ করতে হবে, যুগান্তরের জন্মদিনে ইউএনও পদ্মাসন সিংহ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিলভাবে  পালন করা হয়েছে। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন। পরিচালনায় ছিলেন যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, যুগান্তর একটি পাঠকপ্রিয় পত্রিকা।স্বাধীনতা স্বপক্ষের শক্তি হিসেবে প্রায় ২ যুগ ধরে সংবাদ পরিবেশন করে পত্রিকাটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে অগ্রনী ভূমিকা পালন করছে।যুগান্তর যেভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে হলে সাংবাদিকরা শেকড়ের সন্ধান করে নির্মোহচিত্তে সংবাদ পরিবেশন করতে হবে।

তিনি আরও সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। এজন্যই সংবাদপত্রকে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হয়ে থাকে। যমুনার গ্রুপের অর্থায়নে যমুনা টেলিভিশন এবং বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পাঠকের মণিকোটায় স্থান করে নিয়েছে। জনপ্রিয়তা অব্যাহত রাখতে হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তৃতায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, সাংবাদিকদের লিখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। একটি অনুসন্ধানী সংবাদের সূত্র ধরে পুলিশ প্রকৃত অপরাধী, চোরাকারবারী, মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করতে পারে। তাই সাংবাদিকদের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশী। জনগণের প্রত্যাশা পূরনে এবং আধুনিক সুশৃঙ্খল বানিয়াচং গড়তে সাংবাদিকদেরকে লিখনির মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান ওসি।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক শেখ আবুল মনসুর তুহিন, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য শেখ সফিকুল ইসলাম শফিক, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান, লিলু আহমেদ, যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা কাওছার আহমদ শিহাব, ক্রীড়া সংগঠক মোঃ আবুল কাশেম, আরশাদ ফজলে খোদা লিটন, সাহাঙ্গির আহমদ, এএসআই তোহা, সৈয়দ সাজ্জাদ হাসানসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নবীগঞ্জে মিশুক কেড়ে নিল যুবকের প্রাণ : আহত ১

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

করোনায় শিক্ষার্থীদের সীমাহীন ক্ষতি হচ্ছে : বানিয়াচং হাফিজ কল্যান সোসাইটি

বড়ভাকৈর ইউনিয়নসহ নবীগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রংগলাল

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান