বানিয়াচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

জীবন আহমেদ লিটন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান, “প্রযুক্তি ও নৈতিকতা একসুত্রে গাঁথা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ এবং ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোন করা হয়েছে। বুধবার (০৫ জানুয়ারী) সকাল ১১ টায় ফিতা কেটে মেলা উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। উদ্বোধনের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের ষ্টলে বিভিন্ন উদ্ভাবনী ঘুরে ঘুরে পরিদর্শন করেন আবুল কাশেম চৌধুরী।

দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বানিয়াচং সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দিলদিয়ান হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র ভানু, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি মওদুদ আল মাহমুদ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সাংবাদিক মখলিছ মিয়া ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান খান মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস পালিত হবে ভাবগাম্ভীর্যে

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবস পালিত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন : এসিল্যান্ড উর্মির অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা