বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জীবন আহমেদ লিটন : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শিব্বির আহমদ আরজু।

ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তৃতা করেন শেখ সামছুল হক, মোঃ রেখাছ মিয়া, আহাদ মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন. আব্দুল কুদ্দুছ শামীম, লুৎফুর রহমান, ফজলুর রহমান খান, শাহ শওকত আরেফীন সেলিম, এরশাদ আলী,

সভায় সিদ্ধান্ত হয়, উপজেলা সদরের ৪টি ইউনিয়নে টমটম-মিশুক ১৮ বছরের কম বয়সী চালক চালাতে পারবে না ও সনাতনধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়। এছাড়া টমটম-মিশুক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে গণসচেতনতা বৃদ্ধির জন্য সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। রাস্তা-ঘাটে যাতে করে সাধারণ যাত্রীরা নির্ভয়ে যাতায়া্ত করতে পারেন সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে আরো ১৭৭ পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

এসিল্যান্ড উত্তম দাশের ভেজাল বিরুধী অভিযান ; ৪৫ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে সেজু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানবন্ধন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান