পুুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিয়ে হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হলেন ওসি এমরান হোসেন

জীবন আহমেদ লিটন : পুুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ায় হবিগঞ্জ জেলায় টানা ২য় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মোহাম্মদ এমরান হোসেন। তিনি করোনার প্রকোপ বৃদ্ধিকালে বিগত ৪ মে ২০২০ খ্রিষ্টাব্দ বানিয়াচং থানায় ওসি হিসেবে যোগদান করেন। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ৯ টি উপজেলার সকল ওসিদের কার্যক্রম পর্যবেক্ষণ করে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন এবং তার হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

এর আগে গত জুন মাসে মাসিক কল্যাণ সভায় বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেনকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত করে পুরস্কৃত করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এছাড়া জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত হয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন।

সূত্র জানায়, বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মুলে ভ‚মিকা, দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রাম্য দাঙ্গা রোধ, ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার, থানায় আগত জনসাধারণের অভিযুগ দ্রæততার সাথে সম্পন্ন ও করোনা মোকাবেলায় সচেতনতামুল অভিযান পরিচালনা করে পুলিশ বাহিনীর ভাবমুর্তি উজ্জল করায় ওসি মোহম্মদ এমরান হোসেন টানা ২য় বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন।

মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ওঞ্জন দে প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্ব, আজমিরীগঞ্জে ২ সমিতির চালকদের মেধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে মসজিদে যাওয়ার রাস্তা সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

লাখাইয়ে প্রজন্মের প্রতিধ্বনির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা