বানিয়াচংয়ে যোগদান করলেন ইউএনও পদ্মাসন সিংহ : চাইলেন সকলের সহযোগিতা

জীবন আহমেদ লিটন : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা মাত্র ১ বছর ৩ মাস দায়িত্ব পালন করে স্কলারশীপে পড়াশোনার জন্য মনোনীত হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা থেকে বদলী হয়ে আসা উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ২০২১) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে বানিয়াচংয়ের নবাগত ইউএনও হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য ইউএনও পদ্মাসন সিংহ ৩৩ তম প্রশাসনিক বিসিএস ক্যাডার। এর আগে তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

কথা হয় নবাগত ইউএনও পদ্মাসন সিংহের সাথে। তিনি বলেন একজন ইউএনওর কাছে উপজেলাবাসীর অনেক প্রত্যাশা থাকে। আমি চেষ্টা করবো সরকারের দেয়া সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত বাংলাদেশ বিনির্মানে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতায় বৃহত্তম গ্রাম বানিয়াচং ও হাওর বাওর বেষ্টিত পুরো উপজেলার উন্নয়নে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাবো।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

স্ত্রীর মর্যাদা চেয়ে বড়বাজারের পরাজিত সভাপতি প্রার্থী মতিউরের দোকানে প্রেমিকার অনশন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে ৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

সকলে সততা নিয়ে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে- জেলা প্রশাসক ইশরাত জাহান