বানিয়াচংয়ে সিএজি চোর চক্রের মুল হোতা দুধর্ষ মিন্টু গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিক্সা চোরচক্রের মুল গডফাদার ও বহু অপকর্মের হোতা দুধর্ষ মিন্টু মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।সে উপজেলা সদরের ভাদাউড়ি মহল্লার নুরুল ইসলামের পুত্র।বুধবার (৪ জুলাই ২০২১)দিনগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এস আই রাকীব হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করেন।

জানা যায়, প্রায় সপ্তাহ আগে নবীগঞ্জ উপজেলার আউশিকান্দির একটি সিএনজি অটোরিক্সা বানিয়াচংয়ে যাত্রী নিয়ে আসে। তখন এক ফাঁকে চোর মিন্টুর নেতৃত্বে তার ভাই টিটু ও আরেক চোর সজিবসহ সঙ্গীরা সিএনজিটি চুরি করে নিয়ে যায়। পরে ড্রাইভারের অভিযোগের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ থানা পুলিশ সিএজিসহ চোর ভাদাউড়ি মহল্লার মতিন মিয়ার পুত্র মোফাজ্জলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই চুরির মামলার মুল আসামী মিন্টুকেও বুধবার গ্রেফতার করে পুলিশ।

একই রাতে অপর এক অভিযানে সাঈদুর রহমান নামের এক মাদকসেবীকে আটক করে পুলিশ।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন  দৈনিক অনুসন্ধানকে জানান, চুরি ডাকাতি রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ঢাকাস্থ হবিগঞ্জ জেলা যুব ফাইন্ডেশনের ব্যতিক্রমী সহয়তা

বানিয়াচংয়ে দুঃস্থ সেনা বীর মুক্তিযোদ্ধাকে বাসস্থান উপহার

প্রধানমন্ত্রীর উপহার : ১২ শ -দরিদ্রদের চাউল দিলেন চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান