বানিয়াচংয়ে ইউএনও,র নেতৃত্বে যৌথবাহিনীর ৯ম দিনের অভিযান; ৮ মামলায় জরিমানা আদায়

শোভা আক্তার, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : টানা নবম দিনে লকডাউন কার্যকরে কঠোর অভিযান পরিচালনা করেছেন হবিগন্জ জেলার বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার নেতৃত্বে যৌথবাহিনী।

শুক্রবার (৯ জুলাই) উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনঃ সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন) ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ৮টি মামলায় ২১ হাজার ৭শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে ঘরে থাকার আহবান জানিয়েছেন তিনি। এসময় সাথে ছিলেন সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

শফিউল বারী বাবু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ বানিয়াচং সেচ্ছাসেবকদলের মিলাদ

আগামী সংসদ নির্বাচনে এমপি আব্দুল মজিদ খানকে নিয়ে কি ভাবছেন নেতাকর্মীরা !

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা