বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত:অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। সভায় উপজেলাবাসীর কল্যাণে জনহিতক অনেকগুলো সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো যত্রতত্র গাড়ী পার্কিং ও অপ্রাপ্ত বয়স্ক টমটম মিশুক চালকদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, অনলাইনে হোল্ডিং খুলে নিয়মিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমির খাজনা প্রদান করা, গ্যানিংগঞ্জ বাজারের এলআর হাইস্কুল রোড, বড়বাজার হইতে আলিয়া মাদ্রাসা রোড ও সাবরেজিষ্টার অফিস রোডে পানি নিস্কাসনের জন্য ডেইন নির্মান করা।

প্রধান অতিথির বক্তৃতায় মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, অনলাইনে খাজনা নেওয়ার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি ইউএও ও এসিলেন্ডকে উপজেলা পরিষদের পক্ষথেকে ধন্যবাদ জানাই। এছাড়া বানিয়াচং উপজেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ডাঃ ইশতিয়াক, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ, মাওলানা হাবিবুর রহমান, রেহাছ মিয়া, এরশাদ আলী, জয়কুমার দাশ, এসআই মহিন উদ্দিন প্রমুখ।

এছাড়া বিভিন্ন দয়তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বিএনপি বিভাগীয় করোনা পর্যবেক্ষণ সেল এর আহ্বায়ক হলেন ডা. জীবন

বানিয়াচংয়ে সরকারী প্রণোদনায় সার ও বীজ বিতরণের উদ্বোধন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ক‌রোনায় এইচএসসি পরীক্ষার্থীদের মাথায় দুশ্চিন্তার ভাঁজ 

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান