বানিয়াচংয়ে অপ্রীতিকর ঘটনা ছাড়াই হেফাজতের হরতাল পালিত

ছবি : হরতাল চলাকালে বানিয়াচং বড়বাজারের দোকানপাট বন্ধের দৃশ্য

ষ্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সর্বত্র কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধা হরতাল পালিত হয়েছে। রবিবার ২৮ মার্চ সকাল ৬ টা থেকে বিকাল পর্যন্ত কর্মসূচী সফলভাবে সম্পন্ন করে হেফাজত।

জানা যায়. হরতাল চলাকালে স্থানীয় বড়াবাজার গ্যানিংগঞ্জ বাজারসহ উপজেলার সবকটি বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। চলেনি কোন যানবাহন। তবে স্বাভাবিক কার্যক্রম ছিল সরকারী অফিস পাড়া ও ব্যাংকগুলোতে।

উপজেলা সদরের শহীদ মিনার পয়েন্ট, ছিলাপাঞ্জা পয়েন্ট, শরীফ উদ্দিন সড়কসহ বিভিন্ন এলাকায় হেফাজতের লোকজন জড়ো হয়ে থেমে থেমে মিছিল মির্টিং ও পিকেটিং করেন। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা বেষ্টনি। তাঁরা মানুষের জানমাল রক্ষায় তৎপর ছিলেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

শেখ হাসিনার রাজনীতি অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য :আব্দুল মজিদ খান এমপি

বানিয়াচংয়ে সোমিলে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই : ১০ লাখ টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ,মাথায় টেঁটাবিদ্ধ হয়ে যুবক খুুন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান