মহান স্বাধীনতা দিবসে বানিয়াচং প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

শোভা আক্তার, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি \ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও সাবরেজিস্ট্রার মোস্তফা মোঃ ইসমত পাশার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

এসময় তিনি বলেন, একজনকে সম্মান দিলে সম্পান পাওয়া যায়। ৫০ বছর যাবৎ সরকারের তরফ থেকে বীর মুক্তিযোদ্ধারে সংবর্ধনা দেয়া হচ্ছে। আজ স্বাধীনতার ৫০ বছরের দিনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহানুভ‚তি ও ভাতৃত্ববোধ থাকতে হবে। আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় ভ‚মিকা রাখতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফসল আমরা ঘরে তুলতে পারবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল খালেক, ওসি মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান মিয়া, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, আব্দুল কাদির তুফানি, হুমায়ুন কবির প্রমুখ।

আরও বক্তৃাতা করেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি (একাংশ) এস এম খোকন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি (একাংশ) মোশাহেদ মিয়া, যুবলীগ সেক্রেটারী শেখ মোঃ আলমগীর হোসেন, সেচ্ছাসেবকলীগ সেক্রেটারী আবু আশশাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জল, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী সাঈম হাসান পুলক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সরূপ নগদ অর্থ ও দুপুরের খাবার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে ২ মহল্লার ইটপাটকেল ছুড়াছুড়িতে আহত ১০ ॥ সাংবাদিকের ঘর ভাংচুর

শেখ হাসিনার সরকার কৃষি ও কৃষকের বন্ধু : উপজেলা চেয়ারম্যান কাশেম চৌধুরী

সাংবাদিকদের লেখনি আলোর পথ দেখায়. মডেল প্রেসক্লাবের অভিষেকে এমপি মজিদ খান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান