গ্যানিংগঞ্জ বাজার তাফসির মাহফিল কমিটি গঠন: সভাপতি রেজাউল মোহিত, সম্পাদক আহমদ আলী

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী গ্যানিংগঞ্জ বাজার তাফসির মাহফিলের ত্রিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে কমিটি গঠনের লক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারের সাধারন ব্যবসায়ী, এলাকার বিশিষ্টজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মুসুল্লিয়ান উপস্থিত ছিলেন। এ সময় সর্বসম্মতিক্রমে বিগত কমিটির সভাপতি আলহাজ রেজাউল মোহিত খানকে তাফসির মাহফিলের ত্রিবার্ষিক (২০২১-২০২৩) কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
পরে নির্বাচিত সভাপতি আলহাজ রেজাউল মোহিত খান ৮১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগনের নাম ঘোষনা করেন। তারা হলেন সহ সভাপতি মাস্টার কবির মিয়া, সহ সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক মুফতি মাওলানা আহমদ আলী, সহ সাধারন সম্পাদক মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ ইয়াহিয়া খান।

প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মুকিত, সম্মানিত সদস্য সাবাজুর রহমান, মতিউর রহমান মতি, দিদারুল আলম বাবলু, মোশাহিদ মিয়া, মাহির মিয়া, রবিউল আলম, হাজী আবু জাফর, জসিম মিয়া, এনামুল হাসান, সেবুল জমাদার, মোঃ আশিক মিয়া, মোঃ আতাব আলী, মোঃ আব্দুর রশীদ, মোঃ জয়নাল মিয়া, ৩ নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ৪ নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, তহশীলদার সিরাজুল ইসলাম, আলহাজ আব্দুল হান্নান আরজু, জমশেদ উল্লাহ খান, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, মোঃ ইকবাল হোসেন খান, কারী কমর উদ্দিন, আলহাজ আব্দুল হামিদ খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল ওলি, সাইফুল ইসলাম চনু, মাওলানা ফারুক আহমদ আনসারী, মাস্টার আলী রহমান, মাওলানা ইকবাল হোসেন, মাও আব্দুল জলিল ইউসুফি, সাংবাদিক মো. আশিকুল ইসলাম, শায়খ মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি আইন উদ্দিন, হাফেজ শহিদুল ইসলাম, আলহাজ ইমরান আহমদ, মাও মোবাশি^র আহমদ, মাও মোশাররফ আহমেদ, মাওলানা আবু হুরায়রা, মোতাব্বির মেম্বার, হাবিবুর রহমান হাশিদ, আব্দুল কুদ্দুছ ঠাকুর, মোস্তফা মিয়া সর্দার, আব্দুল ওয়াহেদ ম্যানেজার, খোর্শেদ আলম মোহন, আব্দুল মুনাফ,।

 

আলহাজ জিল্লুর রহমান, আব্দুল মতিন, মোঃ খেলু মিয়া, মোঃ সঞ্জব আলী, মোঃ জুয়েল খান, হামদু মিয়া, লাবু মিয়া, আলহাজ লুৎফুর রহমান, আফজাল মিয়া, আব্দুল জলিল, বাবুল মিযা, হামদু মিয়া চৌধুরী, আব্দাল হোসেন শেখ, দিলোয়ার হোসেন, শাহজাহান মিয়া, আলফু মিয়া, হাফেজ সাইফুল ইসলাম, তোতা মিয়া চৌধুরী সর্দার, মোঃ আবুল ফজল, আলহাজ আমির হোসেন, মোঃ ছামির আলী, আজিজুর রহমান খেলু, মোতালিব মিয়া, মোঃ আরজ মিয়া, সেতু মিয়া, সুলিন আলী খান, ছালেক মিয়া, আব্দুর রহমান, কিম্মত আলী। পাশাপাশি আগামী ৩৮ তম তাফসির মাহফিলের একটি আয়োজক কমিটি করা হয়। আয়োজক কমিটিতে মোঃ আব্দুর রহমানকে সভাপতি ও সবাজুর রহমানকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়। কমিটি গঠন শেষে দোয়া ও মোনাজাত করেন শায়খ মাওলানা মুখলিছুর রহমান।
ক্যাপশন ঃ সভাপতি আলহাজ রেজাউল মোহিত খান

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

আজমিরীগন্জে সংঘর্ষেে নারীসহ আহত ৩০; আবারও হামলার আশঙ্কা

এসিল্যান্ড উত্তম দাশের ভেজাল বিরুধী অভিযান ; ৪৫ হাজার টাকা জরিমানা

ডা. মাহিউল মুকিত খানের মহানুভবতা : বানিয়াচংয়ের নিজ গ্রামে ১ হাজার প্যাকেট খাবার উপহার