শোভা আক্তার, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি \ সারাদেশে আশংকাজনকভাবে হঠাৎ করে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামুলক অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলাবাসীকে করোনার ২য় প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে মঙ্গলবার (১৬ মার্চ ) বিকালে স্থানীয় বড়বাজারে মোবাইল কোর্ট ও সচেতনতামুল অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ইফফাত আরা জামান উর্মি। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়।
বড়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সকলকে মাস্ক পরিধানের নির্দেশনা ও সতর্ক করে দেন এসিল্যান্ড উর্মি।