এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১ – টাইগারের কাছে ডাইনোসরের হার

ক্রীড়া প্রতিবেদক : পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং এর ঐতিহাসিক এড়ালিয়া (শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম)মাঠে চলমান এন সি সি চ্যাম্পিয়নশিপ এর অষ্টম ম্যাচে টিম ডাইনোসর কে ১৪ রানে পরাজিত করে টুর্নামেন্টে টিকে রইল টিম টাইগার । টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান করে টিম টাইগার।

 

জামাল ২৩,অন্তর ১৬ ও বাবলু করেন ১২ রান।মুক্তার ৩ টি ও পারভেজ নেন ২টি উইকেট। জবাবে ১২৮ রানের লক্ষে ব্যাটিং এ নেমে ১৮’৫ ওভারে ১১৩ রানে অলআউট হয় টিম ডাইনোসর। জয় ৩৫,নাইম ১৯ ও ইমাদ করেন ১৫ রান।নাহিদ ও অন্তর উভয়ে ৩টি ও আকাশ নেন ২টি উইকেট।টিম টাইগারের জয়ে গ্রুপ বি থেকে চার দলেরই সেমিতে খেলার সম্ভাবনা জিইয়ে থাকল। ১৫ রান ও তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম টাইগারের অন্তর।

 

আম্পায়ার এর দ্বায়িত্বে ছিলেন টিম লেপার্ডের সাকিব খান ও ড্রাগনের নাইম কামাল। স্কোরার লিটন ও মিনু।খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার তুলে দেন সাবেক সাতারু(জেলা চ্যাম্পিয়ন)রাজনীতিবিদ আশরাফ আলি সোহেল। সার্বিক ব্যবস্হাপনায় টু্র্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম এ ইকবাল খান মনি।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১ -প্যানথার কে পরাজিত করে লেপার্ড এর শুভ সূচনা

বানিয়াচংয়ে ওসি এবং ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা

নবীগঞ্জে মিশুক কেড়ে নিল যুবকের প্রাণ : আহত ১

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান