এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১; ড্রাগনের জয়ে জমে উঠেছে গ্রুপ বি এর লড়াই

ক্রীড়া প্রতিবেদক; পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং এর ঐতিহাসিক এড়ালিয়া (শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম)মাঠে চলমান এন সি সি চ্যাম্পিয়নশিপ এর সপ্তম ম্যাচে টিম লেপার্ড কে পাঁচ উইকেটে পরাজিত করে টুর্নামেন্ট এ টিকে রইল টিম ড্রাগন। বোলিং উইকেটে টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১১ রানে অলআউট হয় টিম লেপার্ড।নাহিদ ২৭,বাবু অপরাজিত ২৫,জালাল ১৬ ও তামিম খান করেন ১৩ রান।লেপার্ড ব্যাটসম্যানদের ৪ জন রান আউট,তাজউদ্দীন ও আসাদ উভয়ে দুটি করে ও ইয়ামিন ও ইবাদ নেন একটি করে উইকেট।

জবাবে ১১১ রানের লক্ষে ব্যাটিং এ নেমে ইয়ামিনে ট ৫০ ও ইবাদের ২৭ রানে ভর করে ১৫ ওভারে পাঁচ উইকেটে সংগ্রহ করে ১১৫ রান।সাকিব তিনটি,মনি ও খালেদ নেন একটি করে উইকেট। এতে বি গ্রুপের চার দলেরই সেমিফাইনালের সম্ভাবনা টিকে রইল।এতে গ্রুপের আগামি সোমবারের প্যানথার বনাম ড্রাগন এবং বুধ বারের এনাকন্ডা বনাম লেপার্ড এর মধ্যকার শেষ দুটি ম্যাচ অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিল।৫০ রান ও এক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম ড্রাগনের ইয়ামিন। আম্পায়ার এর দ্বায়িত্বে ছিলেন টিম স্পাইডারের মোফাজ্জল হোসেন ও মোঃ রাফি। স্কোরার টিম ডাইনোসরের ম্যানেজার মোঃআফজাল হোসেন।থার্ড আম্পায়ারে ছিলেন এন সি সি চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মেহরাব হাসান।খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার তুলে দেন বি এ ডিসি মহিলা মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মুবাশ্বির আহমেদ ও ইউরোপ সিটিজেন নওজোয়ান ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার আবু সাইদ আহমেদ সহ অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচং মাসুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নওজোয়ান ক্লাব চ্যাম্পিয়ন

এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১ – টাইগারের কাছে ডাইনোসরের হার

এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১: সিংহের খাঁচায় ডাইনোসরের থাবা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান