এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১ :স্পাইডারের জালে বন্দি লায়ন

ক্রীড়া প্রতিবেদক; পৃথিবীর  বৃহত্তম গ্রাম বানিয়াচং এর ঐতিহাসিক এড়ালিয়া (শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম)মাঠে চলমান এন সি সি চ্যাম্পিয়নশিপ এর ষষ্ঠ ম্যাচে টিম লায়নকে কে ছয় উইকেটে পরাজিত করে সেমিফাইনালের পথে টিম স্পাইডার । বোলিং উইকেটে টসে জিতে প্রথমে ব্যাট করে স্পাইডার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ ১৩’১ ওভারে টুর্নামেন্টের সর্বনিম্ন ৫৯ রানে অলআউট হয় টিম লায়ন।ইনিংস সর্বোচ্চ ২৩ রান আসে মিঃ এক্সটার কাছ থেকে। লায়ন ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র জিহাদ (১০)দুই অংকের নাগাল পান।মিশু তিন,জাবেদ ও বজলু উভয়ে নেন দুটি করে উইকেট।

জবাবে ৬০ রানের মামুলি টার্গেটে ব্যাটিং এ নেমে মিশুর ২১ ও সজিবের (১২)ঝড়ো ব্যাটিং এ মাত্র ৫’৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান করে টিম স্পাইডার । ছয় উইকেটের এই জয়ে স্পাইডারের সেমিফাইনাল প্রায় নিশ্চিত । ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম স্পাইডারের মিশু।আম্পায়ার এর দ্বায়িত্বে ছিলেন টিম লেপার্ড এর অধিনায়ক সাকিব খান ও টিম ড্রাগনে র মোঃ তাজউদ্দীন। স্কোরার টিম ডাইনোসরের ম্যানেজার মোঃআফজাল হোসেন।থার্ড আম্পায়ারে ছিলেন এন সি সি চ্যাম্পিয়ন শিপ পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও বিসিসির সাংগঠনিক সম্পাদক মোঃআবুল কাশেম।খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার তুলে দেন উপজেলা ক্রিড়াসংস্হার সহ সাধারন সম্পাদক ও ক্রীড়া সংগঠক সাহিবুর রহমানসহ অতিথিবৃন্দ।সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও বানিয়াচং ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক এম এ ইকবাল খান মনি।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বঙ্গবন্ধু টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন নওজোয়ান ক্লাব

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১ :  ডাইনোসরকে পরাজিত করে সেমিফাইনালে স্পাইডার

বানিয়াচংযে ক্রিকেট ক্লাবকে জার্সি দিলেন ফজলে এলাহি খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুমন