এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১ ; এনাকন্ডার ছোবলে ড্রাগন

ক্রীড়া প্রতিবেদক;পৃথিবী বৃহত্তম গ্রাম বানিয়াচং এর ঐতিহাসিক এড়ালিয়া (শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম)মাঠে চলমান এন সি সি চ্যাম্পিয়নশিপ এর চতুর্থ ম্যাচে ফেভারিট টিম ড্রাগনকে দুই উইকেটে পরাজিত করে টিম এনাকন্ডা। টসে জিতে প্রথমে ব্যাট করে এনাকন্ডা বোলারদের দুর্দান্ত বোলিং এ ১৬’৪ ওভারে ৮২ রান করে অলআউট হয় টিম ড্রাগন। আসাদ ৩২,ইয়ামিন ১১ ও মিঃ এক্সট্রা করেন ১৮ রান।হামিদুর, হৃদয় উভয়ে ৩টি ও মামুন নেন দুটি উইকেট।

জবাবে ৮৩ রানের সহজ টার্গেটে ব্যাটিং এ নেমে তাজউদ্দীন ও ইয়ামিনের নিয়ন্ত্রিত বোলিং এ শুরুতে চাপে পরে টিম এনাকন্ডা,পরবর্তী তে লোয়ার অর্ডারের দৃঢ়তায় ও মিঃ এক্সট্রা(২৬) র বদৌলতে ১৮`৪ ওভারে ৮৪ রান করে দুই উইকেটে র কষ্টার্জিত জয় পায় টিম এনাকন্ডা ।হৃদয় ১৫ ও মামুন করেন ১১ রান।তাজউদ্দীন ৪টি ও ইয়ামিন নেন ২ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম এনাকন্ডা র হৃদয় আহমেদ।আম্পায়ার এর দ্বায়িত্বে ছিলেন টিম লায়নের মেহরাব হাসান ও টিম লেপার্ড এর তামিম খান।স্কোরার টিম প্যানথার এর লিটন।সার্বিক ব্যবস্হাপনায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম এ ইকবাল খান মনি।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে ওসি এবং ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা

এন সি সি চ্যাম্পিয়নশিপ ২০২১: সিংহের খাঁচায় ডাইনোসরের থাবা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

নিয়মিত খেলাধুলা করলে কেউ অপরাধ করতে পারে না,আব্দুল মজিদ খান এমপি