ষ্টাফ রিপোর্টার : আসছে ২৮ ডিসেম্বর ২০২০ শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন। ওই নির্বাচনকে ঘীরে চলছে নানামুখী প্রচারনা। ২৩ ডিসেম্বর দিনভর ধানের শীষের মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি’র সমর্থনে প্রচারনা চালিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। এসময় জেলা ছাত্রদলের সাথে যোগ দেয় শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদল, উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল। প্রচারনার সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থী এফ এম আহমেদ অলিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
শায়েস্তাগঞ্জে মেয়র প্রার্থী অলি’র ধানের শীষের সমর্থনে জেলা ছাত্রদলের প্রচারনা
