কবিতা, বিজয় দিবস- জেসমিন বেগম

আমি আজ হাসবো পরম সুখে

ফুলে ফুলে সাজাবো শহীদ মিনার ।
রক্তাক্ত আকাশের রং নয়,কালো রাজপথ
ত্রিশ লক্ষ শহীদের রক্তে গড়া সেই শপথ ।

কি করে ভুলিলে বাঙালি সেই করুন ইতিহাস
মনে কি পড়ে না তোমার সেই লাশ ।
বিজয় দিবস! নামটি যেন শিহরে শিহরে উঠে
সোনার বাংলা বলতে যেন লজ্জায় মরে যাই ।

স্বাধীন দেশের পরাধীন নারী আমি
কী হবে এমন স্বাধীনতা দিয়ে ভাবি ।
প্রান্তরে প্রান্তরে খুঁজে ফিরি বিজয় এর বারতা
আর খুঁজি সোনার বাংলার, সোনার মানুষের সততা ।

আজ এই দিনে, প্রশ্ন রেখে যাই, সমাজ ও দেশের কাছে?
ফুটপাতে শুয়ে থাকা ঐ ভিখারিনীর সন্তানেরা
পাবে কি কোনদিন? একটুখানি নিরাপদ আশ্রয় ।
হবে কি তাদের থাকা, খাওয়া, চিকিৎসার একটুখানি সংস্থান?

আছে কি কারো হাতে সে বল ?
ধরবে কি কেউ এই ছেঁড়া পাল ?
বিজয়ের দিনে করো গো সবাই শপথ
ক্ষমতার লড়াই, চুরি – বাটপারি ছেড়ে ধরবো সত্যের পথ ।

লেখক
জেসমিন বেগম
বিশেষ প্রতিনিধি
দৈনিক অনুসন্ধান।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

“এক অভাগী কুমারী মেয়ের জীবন কাহিনী”

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে ছাত্র ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা : আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বাঙালি জাতিসত্তার মুক্তি ও আন্দোলনের গৌরবমাখা ফেব্রুয়ারি, মোছা: নিছফা আক্তার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান