তোরা ঘুষ খাওয়া ছাড় -জেসমিন বেগম

এই ছড়াটা পড়তে বারণ করছি আমি তাদের ছড়ার খোঁচায় হাতের মাঝে ঘা লেগে যায় যাদের ।

তোরা যারা ঘুষ খাস ঘুষ হলো হারাম । তোরা যারা ঘুষ খেয়ে ভাবো আছো সুখে, তোদেরতো ঘৃনা করে এই দেশের লোকে । তোরা যারা ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করলি, ঠিক ঠিক টের পাবি দুদকে ধরলি ।

তোদের যে নাচার খাছলত তাকে যদি মান ইজ্জত, ঘুষখোরা এবার তোরা নীতির মাঝে ফিরো ।

ইহকাল ও পরকালে পেতে হলে পার, ভালো হয়ে যারে তোরা ঘুষ খাওয়া ছাড় ।

লেখক- জেসমিন বেগম,

বিশেষ প্রতিনিধি, দৈনিক অনুসন্ধান ডটকম.

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

“এক অভাগী কুমারী মেয়ের জীবন কাহিনী”

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

হুমায়ূন আহমেদকে নিয়ে ১৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে হাসান শাওনের বই

কবিতা, বিজয় দিবস- জেসমিন বেগম