নবীগঞ্জ ফুলতলি বাজারে বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে শিশুসহ নিহত ৮

রোখসানা আক্তার  নবীগন্জ(হবিগঞ্জ)  প্রতিনিধি।।  হবিগন্জের নবীগন্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারের নিকট শাহ মুসকিল   আহসানের  মাজারের  কাছে ঢাকা -সিলেট  মহাসড়কে বি আর টি সি বাস  এবং সিএনজি অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে   একই পরিবারের ৩ জনসহ মোট ৮জন  নিহত হয়েছেন  এবং আহত  হয়েছে  ১০ জন।

৭  ডিসেম্বর  সোমবার  বিকালে  দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহের স্ত্রী সামিরুন বেগম(২৮), মেয়ে মারিয়া আক্তার(২), আবু তাহেরের ভাই আনু মিয়ার  স্ত্রী হালিমা বেগম(২৫), সাতাইহাল গ্রামের  নুরুল ইসলামের পুত্র অন্তর মিয়া(২২),সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার(১৯),সাতাইহাল গাজীর মোকাম এলাকার মৃত ছুরুত আলীর পুত্র লিটন মিয়া(১৭), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০), অজ্ঞাত পুরুষ  (৩৫)।

আহত ১০ জনকে ওসমানী  মেডিকেল  হাসপাতাল সহ বিভিন্ন  হাসপাতালে   প্রেরন করা হয়ছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা, শেরপুর হাইওয়ে পুলিশ, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ স্থানীয় জনসাধারণ উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘটনার প্রচেষ্ঠায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

শেখ হাসিনার ছোঁয়ায় ভাটি অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও গড়ে উঠছে অত্যাধুনিক ভবন, এমপি মজিদ খান

নবীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলে ক্লাবের ভবন নির্মানের ঘোষণা দিলেন শেখ সুজাত

বানিয়াচংয়ে ভাষা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান