বন্ধু শোনো বলি এক পুরাতন কাহিনী যুগে যুগে বদলে যায় মানুষ বদলায় না পৃথিবী।
গড়ে উঠে নতুন এক জীবনধারা অন্য এক প্রতিচ্ছবি।
ছবি নয় কোনো রুপালি পর্দার নয় কোনো গল্প রূপকথার।
নয় কোনো মন্ত্রীর প্রাসাদের ছবি নয়তো কোনো চিত্রনায়কের জীবনের প্রতিচ্ছবি।
এখানে,গরীব – দুঃখী মেহনতি মানুষের কথা বলছি দিনগুলি তাদের কখনোই হয় না যে রোদেলা।
আজো আঁধারে তাদের ঘরে জ্বলে না তো আলো জ্বলে শুধু কূপি বাতি,অভাব তাদের নিত্য সাথী।
দিনের আলো ঢুকতে গেলে বাধা ফিরে আসে চব্বিশ ঘণ্টাই আঁধার হয়ে তাদের জীবন ভরে সর্বনাশে।
একটু যদি সমাজপতিরা,নজর দিতো ওদের পাণে ভরে যেতো জীবন তাদের হাসি আর গানে।
লেখক-বিশেষ প্রতিনিধি, দৈনিক অনুসন্ধান।