বানিয়াচংয়ে মাস্ক বিহীন চলাচলকারীদের বিরুদ্ধে এসিল্যান্ড উর্মির অভিযানে অর্থদন্ড

জীবন আহমেদ লিটন: থেমে নেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মির আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান। প্রতিদিনই অপরাধীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামুলক অভিযান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়বাজারে মাস্ক বিহীন ব্যবসা পরিচালনাকারী ও পথচারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।

দীর্ঘ সময় অভিযানের সময় তিনি জনগণকে মাস্ক পরিধান করে নিজে বাঁচতে দেশের মানুষকে সুস্থ্য রাখতে মুখে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানতে উদ্ভোদ্ধ করেন। এসময় ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি কয়েকজনকে প্রাথমিকভাবে শাসিয়ে অল্প টাকা জরিমানা করেন।

তিনি জানান, শীতে করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে সবাইকে গণজমায়েত এড়িয়ে চলতে হবে। ঘর ও ঘরের বাহিরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রাস্তা-ঘাট, হাট-বাজারে চলাচলকারী ও সকল ব্যবসায়ীদের মুখে মাস্ক পরিধান নিশ্চত করতে হবে। অন্যতায় আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহন করে অধিক পরিমান জেল-জরিমানা করা হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে ছাত্র ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা : আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

দেশবাসীর প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এমপি আব্দুল মজিদ খান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

নবীগঞ্জে মিশুক কেড়ে নিল যুবকের প্রাণ : আহত ১

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান