30 C
Dhaka
সেপ্টেম্বর ২১, ২০২৩ | সময় ০৫:২৭

কবিতা তুমি স্বপ্নচারী; জাফর ইকবাল

কবিতা তুমি স্বপ্নচারী,
কিছু মানুষের জীবন কে,
করে দেও তুমি রঙিণ,
কি রয়েছে কবিতা,
তোমার লেখার ভাষায়।

কি ভাষায় লিখো তুমি কবিতা,
হাঁতের ওই বাঁলাখানি করে ঝুণঝুণ, স্বপ্নচারী মানুষ জাফর,
স্বপ্ন নিয়েই থাকে, কেনো তুমি আসো আবার কবিতার আলীঙ্গণে।

হায় কবিতা, আসো কেনো আলীশানে,যাও কেনো আধারে,
বুক ভরা কষ্ট নিয়ে, রয়েছি কবিতা তোমার শিহরণে।

কখন কাঠিঁবে আধার মায়ের,
সুখ বিলাসের সনে, কখন দাঁড়াবো মানুষ নামের, কিছু অমানুষের বিরুদ্ধে।

ফুলের সু গ্রাণ পেঁতে, হই আমি ভ্রমর, আশায় আশায় রয়েছি আমি, কবিতা কেনো হও তুমি এতো নিঝুম।

রাত্রি শেষে সকাল আশে, তবুও লেখার ভাষায় মুগ্ধ তুমি কবিতা।

বুঝেও না বুঝার বান করছেন, তুমি কবিতা অজানা গ্রহে বসে,
বুঝলি নারে কবিতা এ দুষ্টু মন, চিনলি নারে কবিতা তুঁই ভালো মানুষ, হলি না আর সঙ্গীতালয়।।

লেখক
জাফর ইকবাল
স্টাফ রিপোর্টার,
দৈনিক অনুসন্ধান।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

তোরা ঘুষ খাওয়া ছাড় -জেসমিন বেগম

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে ছাত্র ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা : আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

দেশবাসীর প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এমপি আব্দুল মজিদ খান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান