29 C
Dhaka
সেপ্টেম্বর ২১, ২০২৩ | সময় ০৭:১৭

আজ শুভ দিপাবলি ( দিপান্বিতা) -রিতেষ কুমার বৈষ্ণব

সনাতন ধর্মাবলম্বীদের কাছে “”দীপাবলি”” একটি গুরুত্বপূর্ণ উৎসব। বাংলাদেশে দীপান্বিতা হিসেবে পরিচিত। প্রতিবছর দূর্গা পূজার ১৮ দিন পরে দিপাবলি পালন করা হয়। এই দিন সকল সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরেও আজ ১৪ নভেম্বর ২০২০ বাংলাদেশের সর্বত্র দিপাবলি উদযাপিত হচ্ছে, তবে করোনা ভাইরাস মহামারীর কারণে অনেক বিধি নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দিপাবলি পালন করতে হচ্ছে ফলে অন্য বছরের তুলনায় এই বছরে তেমন কোন আনন্দ উল্লাস করা হবেনা বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীগন। বাংলা দেশ ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে””দিপাবলি””উদযাপন করা হয়। সনাতন ধর্মাবলম্বী মানুষদের দৃঢ় বিশ্বাস ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ বা ‘ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয়’ এই নীতিতে দিপাবলি পালন করা হয়। দীপাবলি” নামটির অর্থ “প্রদীপের সমষ্টি” এই দিন সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, অমঙ্গল বিতাড়নের প্রতীক হিসেবে এই প্রদীপ জ্বালানো হয়।বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে বলে তাঁরা বিশ্বাস করেন।

লেখক- সাংবাদিক।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নবীগঞ্জে  দুইদিন যাবৎ মিশুকসহ যুবক নিখোঁজ : থানায় জিডি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

রেজাউল মোহিত খানকে সভাপতি করে গ্যানিংগঞ্জ বাজার মসজিদ কমিটি গঠন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

আল্লামা শফী রহ. এর কবর জিয়ারত করলেন বানিয়াচংয়ের বড় হুজুর