রাজধানীতে ইয়াবাসহ এক পুলিশের এএসআইকে  আটক করেছে র‌্যাব

দৈনিক অনুসন্ধান ডেস্ক : কিছু পুলিশ সদসস্যের বিতর্কিত কাজ বিব্রত করে তোলছে সাধারণ মানুষকে। পুলিশই জনত-জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশে সুনামের সহিত কাজ করছে পুলিশ বাহিনী। কোন অপরাধী পুলিশ সদস্যও ছাড় পাচ্ছেনা পুলিশ প্রশাসন থেকে। তবুও অতিলোভী ঘোটিকয়েক পুলিশ সদস্যেরে অপরাধমুলক কাজ করে গণধিকৃত হচ্ছেন।

এরকমই এক ঘৃণ্য কাজে জড়ানোর দায়ে রাজধানীতে পুলিশের এক এএসআই ও তার সোর্সসহ দুইজনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যা ব।

রোববার রাতে গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮টি ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যা ব-১০ এর একটি দল। তাদের গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করে বলে ওসি মো. সাজু মিয়া জানান।

গ্রেপ্তারকৃত এএসআই মো. আজিজ যাত্রাবাড়ি থানায় কর্মরত। তার সোর্সোর নাম মো. রাজ্জাক।

অফিসার ইনচার্জ সাজু মিয়া জানান, আজিজের কাছে ১০০টি এবং রাজ্জাকের কাছে ৪৮টি ইয়াবা পাওয়ার কথা র্যা বের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে গেণ্ডারিয়া থানায়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

জনগণের কল্যাণে শেখ হাসিনার অবদান ইতিহাস হয়ে থাকবে; আব্দুল মজিদ খান এমপি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

সারাদেশের জেলায় ও বিদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৬৪ , মৃত্যু ৫ ও সুস্থ্য হয়েছেন ১০ জন