বানিয়াচং সমুতার্জিয়া হাফিজিয়া ও ইবতেদায়ী মাদরাসায়“মা সমাবেশ”

বানিয়াচং প্রতিনিধি : হবিগন্জ জেলার বানিয়াচং যাত্রাপাশা সমুতার্জিয়া হাফিজিয়া ও ইবতেদায়ী মাদরাসায় “মা সমাবেশ” অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মাদরাসার মিলনায়তনে সিনিয়র শিক্ষক হাফিজ রফিকুল ইসলামের পরিচালনায় ছাত্রছাত্রীদের সার্বিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. আশিকুল ইসলাম।

তিনি বলেন সন্তানের শ্রেষ্ট শিক্ষক হচ্ছেন তার মা। শিক্ষার্থীদের লেখা পড়ার অগ্রগতিতে মা‘য়েদের ভুমিকা অতুলনীয়। তাই সন্তানের লেখা পড়ার মান উন্নয়নে মা‘দের সচেতন হতে হবে। প্রতিদিন মাদরাসায় সন্তানের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
অনুষ্টানে কয়েকজন মা অভিভাবক সমুতার্জিয়া মাদরাসার লেখা পড়ায় সন্তোষ প্রকাশ করে বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য রাখেন। এতে অন্যান্যের বক্তব্য রাখেন মাওলানা শাহ আলম, হাফেজ আব্দুর রাজ্জাক, মাওলানা সাদিক আহমদ মোবাশ্বির আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে ছাত্র ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা : আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

মাস্টার নুরুল ইসলাম প্রথমরেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

নবীগঞ্জে  দুইদিন যাবৎ মিশুকসহ যুবক নিখোঁজ : থানায় জিডি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান