বানিয়াচংয়ে দুর্যোগ সহনশীল জীবিকায়নে ১৮০ পরিবারকে ১৪ লক্ষাধিক অর্থ প্রদান

শোভা আক্তার, বানিয়াচং ( হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জ জেলায় বানিয়াচং উপজেলায় ১৪ নং মুরাদপুর ইউনিয়নে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল কর্তৃক বাস্তবায়িত পরিবার ও সমাজ ভিত্তিক বন্যার পৃর্ব প্রস্তুতি প্রকল্প – ২(এফসিএফপিপি -২)এর সৌজন্যে বৃহস্পতিবার মুরাদ পুর এস ই এস ডি পি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ১৮০ টি বন্যার ঝুঁকি পূর্ন পরিবারের মাঝে জন প্রতি নগদ ৮০০০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হবিগঞ্জ-২ বানিয়াচং আহমিরীগঞ্জ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান,

সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলার চেয়ারম্যান  মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন কারিতাসের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মি.বনিফাস খংলা, উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব ফারুক আমিন , উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আওয়ামীলীগ নেতা তজুম্মুল হক চৌধুরী,আলহাজ মোঃ তৈয়বুর রহমান চৌধুরী,১৪ নং মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতাহের মিয়া তালুকদার, কারিতাসের কেন্দ্রিয় অফিসের কর্মসূচি কর্মকর্তা মি.অমর কৃষ্ণ শর্মা, কারিতাস সিলেট অঞ্চলের দুর্যোগ ব্যবস্তাপনা সেক্টরের কর্মসূচি কর্মকর্তা মি.ডানিয়েল ধৃতূ স্নাল, উর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক ককর্মকর্তা মি.গৌতম ম্রং। নগদ মোবাইল ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্তাপক জনাব আবু জুবের চৌধুরী প্রমূখ।প্রাধান অতিথি নগদ অর্থ যতাযত ভাবে কাজে লাগিয়ে জীবন- মান উন্নয়নের জন্য জনগণকে অনুপ্রাণিত করেন এবং দূর্গম এলাকায় অবস্তান করে সততা ও সচ্ছতার সহিত কাজ করার জন্য কারিতাস কে ধন্যবাদ জানান।

অর্থ বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট অঞ্চলের দুর্যোগ ব্যবস্তাপনা সেক্টরের জুনিয়র ককর্মসূচি কর্মকর্তা জনাব আবু তাহের।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে হাওরে ধর্ষণ

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ফেসবুক হ্যাক করে অশ্লীল ছবি পোষ্ট করায় আত্মহনন : বধু সাজা হলোনা তরুণীর

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান