বানিয়াচংয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কারিতাসের সমন্বয় সভা

শোভা আক্তার, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিগণের সাথে সমন্বয় সভা করেছে কারিতাস সিলেট অঞ্চল। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভপতিত্বে ও কারিতাস সিলেট অঞ্চলের ব্যবস্থাপনা সেন্টারের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মোঃ আবু তাহেরর পরিচলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আয়োজনে ও উপজেলার ১৪ নং মুরাদপুর ইউনিয়নে কারিতাস ফ্রান্সের অর্থায়নে বাস্তাবায়িত পরিবার ও সমাজভিত্তিক বন্যার পূর্ব প্রস্তুতি প্রকল্প-২(এফসিএফপিপি-২) এর উদ্যোগে আয়োজিত সভায় প্রকল্পের মাধ্যমে ৩১ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রমের সচিত্র কার্যক্রমের উপস্থাপন করেন কারিতাস সিলেট অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মি. ডানিয়েল ধৃতু ¯œাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ১৫ নং পৈলার কান্দি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, ১৪ নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান মোতাহের মিয়া তালুকদার, কারিতাস কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা মি. অমর কৃষ্ণ শর্মা প্রমুখ।
সভায় বক্তারা কারিতাসের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উপজেলার ৫,৬ ও ১৫ নং ইউনিয়নে কানিতাসের সহযোগিতামুল কার্যক্রম চালু করার অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

আ ন স হাবিবুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নওজোয়ান কিংস বিজয়ী 

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

শীঘ্রই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করছে বানিয়াচং মডেল প্রেসক্লাব

জমকালোভাবে উদযাপনের সিদ্ধান্ত ;স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা