পিতা-মাতাসহ ৪ জনকে হত্যার পর জীবিত থাকা শিশু সাতক্ষীরা জেলা প্রশাসকের কোলে

সাতক্ষীরা প্রতিনিধি : গত ১৫ অক্টোবর ভোরে একই পরিবারের ৪ জন পিতা-মাতা ও দুই নাবালক পুত্র ও কন্যা সন্তানকে গলা গেটে হত্যা করে দুবৃত্তরা। তাদের হত্যার পর জীবিত থাকে ওই পরিবারের ৫ মাসের এক শিশু কন্যা। ওই শিশুটির বর্তমানে দেখাশুনা করছেন সাতক্ষীরার জেলা প্রশাসক।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে শিশু মারিয়াকে কোলে নিয়ে খেলা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল  এ সময় তিনি শিশু মারিয়ার পোশাক, খেলনাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন তার দায়িত্ব থাকা নাসিমা বেগমের হাতে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে মারিয়াকে নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসক এর বাসভবনে। কলারোয়া উপজেলার হেলতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবার হারানো সেই মারিয়া সুলতানা এখনও রয়েছে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে। শিশুটির দায়িত্বে থাকা নাসিমা বেগম জানায় , ডিসি স্যারের নির্দেশনায় বিকেলে মারিয়াকে নিয়ে জেলা প্রশাসকের বাসভবনে যান তিনি । জেলা প্রশাসক মহোদয় মারিয়ার সার্বিক খোঁজ খবর নেন এবং শিশুটির সাথে খেলায় মেতে উঠেন। শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। শিশুটির নানি ও দাদি উভয়েই তাদের কাছে নিতে চায়। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, যেহেতু চাচা এ হত্যাকান্ড ঘটিয়েছে সেহেতু দাদির বাড়িতে নয় নানি বাড়ির দায়িত্বে দেয়া হবে। তবে এখনও দেওয়া হয়নি। শিশুটি এখনও আমার দায়িত্বে রয়েছে।শিশুটির মামা জাহাঙ্গীর হোসেন বলেন, মারিয়া এখন জেলা প্রশাসক স্যারের তত্ত্বাবধানে রয়েছে। মারিয়াকে আমাদের কাছে রাখতে চাই। এখনও জেলা প্রশাসক স্যার আমাদের কিছু জানাননি। যেহেতু ওই পরিবারের সদস্যের হাতে সবাই খুন হয়েছে। তাই ওখানে মারিয়ার জীবন নিরাপদ নয়।জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, মারিয়া তার মা, বাবা, ভাই, বোনকে এক রাতে হারিয়েছে। মারিয়ার দাদি ও নানা নানি উভয়েই তাকে নিজেদের কাছে রেখে মানুষ করতে চায়। এছাড়াও শতাধিক নিঃসস্তান দম্পতি মারিয়াকে দত্তক নিতে আগ্রহী। মারিয়া এখন ভালো আছে। জেলা প্রশাসকের পক্ষে মহিলা ইউপি সদস্য নাসিমা বেগম তাকে দেখাশুনা করছে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ভিবিডি কুষ্টিয়ার উদ্যোগে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড  করায় সাতক্ষীরায় প্রাধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

কুষ্টিয়ায় এতিম ছাত্রদের খাবার বিতরণ করেছে স্মাইল ফর অল সংগঠন