নবীগঞ্জে  দুইদিন যাবৎ মিশুকসহ যুবক নিখোঁজ : থানায় জিডি

মোঃ জাফর ইকবাল, স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জে দুই দিন যবৎ মিশুকসহ চালক নিখোঁজ রয়েছে। সে উপজেলার গুজাখাইর গ্রামের সাহিদ উল্লার পুত্র আবিদ উল্লাহ সেজু (১৮)।  এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

নিখোঁজ হওয়া যুবকের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ৩ টা ৩০ মিনিটে খাওয়া দাওয়া শেষে মিশুক নিয়ে নবীগঞ্জ শহরে যায় সেজু। কিন্তু গভীর রাত পর্যন্ত তার জন্য অপেক্ষা করলেও সে আর ফিরে আসেন নি।

পরে আবিদ উল্লাহ সেজুর পরিবারের লোকজন তাদের সকল আত্মীয়ের বাড়িতে খোঁজ খবর নিয়েও কোথাও তাকে পাওয়া যায়নি।

পরে রবিবার নবীগঞ্জ থানায় সেজুর পিতা একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করেন।

নিখোজের বিষয়টি পরিবারের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখোজি শুরু করলেও এ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের বিষয়ে তার বাবা সাহিদ উল্লাহ বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা আমার ছেলের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুর রহমান বলেন, পুলিশ বিভিন্ন স্থানে সেজুকে খুঁজছে। বিভিন্ন থানায়ও ইতি মধ্যে অবগত করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত নিখোঁজ সেজুর সন্ধান পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

পোনা মাছ নিধনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা,বানিয়াচংয়ে মৎস্য সপ্তাহে ইউএনও পদ্মাসন

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদকের মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবের শোক

বানিয়াচংয়ে এসিল্যান্ড উর্মির অভিযানে ২ টি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে বিনষ্ট