বানিয়াচংয়ে ছাত্র ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা : আহ্বায়ক কমিটি গঠন

বানিয়াচং প্রতিনিধি : গত শুক্রবার ১৬/১০/২০২০ ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় বুড়া শিব বাড়িতে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর বানিয়াচং উপজেলার আহ্বায়ক সুজন কুমার দেব এর সভাপতিত্বে ও সদস্য সচিব তপু পাল এর সঞ্চালনায় এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্টান উদ্বোধন করেন কৌষিক আচার্য্য পায়েল, আহবায়ক বাংলাদেশে ছাত্র ঐক্য পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা।

এতে প্রধান অতিথি ছিলেন, এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস। সাধারন সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা। প্রধান বক্তা শিমুল পাল, সদস্য সচিব বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডঃ মুরুলী ধর দাশ, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপুল ভূষন রায়, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বানিয়াচং উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল চ্যাটার্জী, সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বানিয়াচং উপহজেলায় শাখা। উপস্থিত ছিলেন সঞ্জয় ভট্টাচার্য কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সহ বিশেষ অতিথি বৃন্দ ও বিভিন্ন সংগঠনের সম্মানিত অতিথি মহোদয় বৃন্দ।

সকলের উপস্থিতিতে ৫১ বিশিষ্ট বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ বানিয়াচং উপজেলা শাখা, আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির তালিকা ঃ আহ্বায়ক ঃ সুজন কুমার দেব। সদস্য সচিব ঃ তপু পাল। যুগ্ম আহ্বায়ক ঃ পার্থ সারথী দেব, আশীষ দেব, ভূলন ভট্টাচার্য, রিংকু গোপ, কিংকর অধিকারী, বাপ্পান দেব, সজীব আচার্য্য, পাপন চন্দ্র গোপ, নিলয় ভট্টাচার্য, সৌরভ বিশ্বাস। সদস্যঃ জয়, সন্দীপ, মোহন, হিমেল, রোমন, অনিক,সত্যজিত, নিলকান্ত, নিলয়, তন্ময়, প্রদীব, সৌরভ, স্মরন, সাগর, শংকু, বিশ্বজিৎ, তাপস, জয়দ্বীপ, দিপংকর, গোপাল, অন্তর, প্রান্ত, বাপন, প্রত্যায়, স্বপন, বিবলু, শুভ, অপু, কাকলী, রিপন, রনজিৎ, পলাশ, দ্বীপ, অমর, রাজীব, মান্না, সজল, উত্তম।

আরও পড়ুন...

বানিয়াচংয়ের ব্যাংকগুলোতে করোনা ঝুঁকি : মানা হচ্ছেনা নিরাপদ দূরত্ব

বানিয়াচংয়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে পিআইও মলয় কুমার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে একটি রাস্তা নির্মাণে লাখো হাওড়বাসীর স্বপ্ন পুরণ