ভিবিডি কুষ্টিয়া জেলার উদ্যোগে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচি পালিত

মোঃসোহাগ পারভেজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, ১৩ অক্টোবর ২০২০ (মঙ্গলবার), কুষ্টিয়ার জুগিয়া শাহী মসজিদপাড়ায় আজ বিকাল ৪ ঘটিকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ, কুষ্টিয়া জেলার উদ্যোগে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবছর প্রায় ২০লক্ষ মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। অসচেতনতার ফলে বেশিরভাগই মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন।আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলারা এ বিষয়ে সচেতনতার অভাব দেখা যায়,যার ফলে দিন দিন স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন সমস্যা থেকে যাতে কুষ্টিয়া জেলার মহিলাগুলো সচেতন হয়ে আক্রান্তের হাত থেকে বাঁচতে পারে সেই লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুষ্টিয়া জেলা স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করে জুগিয়া শাহী মসজিদপাড়ার এলাকার মহিলাদের নিয়ে। কুষ্টিয়ার জুগিয়া শাহী মসজিদপাড়ার অধিকাংশ মহিলারা এ বিষয়ে একাগ্রতা প্রকাশ করেন এবং তারা বলেন,আমরা সবাই এবিষয়ে অনেকেই অসচেতন এবং এ ব্যাপারে জানতে পেরে আমরা সবাই উপকৃত হলাম।এই কর্মসূচি থেকে আমরা স্তন ক্যান্সার বিষয়ক অনেক কিছু জানতে পেরেছি।

স্তন ক্যান্সার বিষয়ক কর্মসূচির ইভেন্ট ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন,জ্যোতি সরকার, ভাইস প্রেসিডেন্ট, ভিবিডি কুষ্টিয়া জেলা , ইরানি নাহিদা খান,ট্রেজারার, ভিবিডি কুষ্টিয়া জেলা এবং ইভেন্ট লিডার হিসেবে ছিলেন, ফারিয়া পারভিন,কমিটি মেম্বার। আরো উপস্থিত ছিলেন ভিবিডি কুষ্টিয়া জেলার কমিটি মেম্বারদের মধ্যে আয়েশা,সুমাইয়া মিতু,প্রিয়াঙ্কা, আকাশ,কানন,রিদয়,হিমু নন্দী,তারিফ সহ জেনারেল ভলান্টিয়ার এর সদস্যরা।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

সারাদেশের জেলায় ও বিদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে

কুষ্টিয়ায় ছাত্রলীগ কর্মী কৌশিক শর্মাকে প্রাণনাশের হুমকি

যশোরের বেনাপোলে নিহত ৯শিশুর স্মরণে দোয়া ও শোক র‌্যালী

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান