কুষ্টিয়ায় ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃসোহাগ পারভেজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ১৩ অক্টোবর ২০২০( মঙ্গলবার), কুষ্টিয়া শহরের থানাপাড়ায় শেখ রাসেল কুষ্টিয়া – হরিপুর সংযোগ সেতুর উপরে বিকাল ৩ ঘটিকার সময় ধর্ষণ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে কুষ্টিয়া জেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সারাদেশে প্রতিনিয়ত ধর্ষণ ও যৌন নিপীড়নের সংখ্যা ক্রমশঃ বৃদ্ধির ফলে জেগে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা।ধর্ষণ এবং যৌন নিপীড়নের সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্ত মূলক শাস্তির পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা ৯দফা দাবি তুলে ধরেন। ১. সারা দেশে অব্যাহত ধর্ষণ-নারীর প্রতি সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।

৩, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন ও প্রথা বিলুপ্ত করতে হবে।

৪. ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএলের কার্যকর ভূমিকা নিতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে।

৫. তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬. অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সব মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে।

৭. ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫ (৪) ধারা বাতিল করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।

৮. পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোন প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।

৯ গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযাগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযােগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

কুষ্টিয়ায় অবৈধ নির্মাণাধীন স্থাপনা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড  করায় সাতক্ষীরায় প্রাধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

কুষ্টিয়ায় ছাত্রলীগ কর্মী কৌশিক শর্মাকে প্রাণনাশের হুমকি