বানিয়াচংয়ে ক্রীকেট আইপিএলকে ঘিরে চলছে জুয়া।। উড়ছে লক্ষ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি-হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিশ্বের জনপ্রিয় ক্রীকেট খেলা আইপিএলকে ঘিরে চলছে জমজমাট জুয়া, এবং উড়ছে জুয়া খেলার লক্ষ লক্ষ টাকা। পথভ্রষ্ট হচ্ছে হাজারো যুবক এবং বৃদ্ধি পেতে পারে চুরি চামারি এবং মাদকাসক্তি।
সরেজমিনে উপজেলা সদরের বিভিন্ন হাট বাজারের অলিগলি ও চায়ের দোকান গুলোতে ও বড় বাজারের করিমউল্লা সড়কের কয়েকটি কম্পিউটার দোকানে ওই জুয়া খেলার দৃশ্য চোখে পড়ে।কেউ বলছেন ১ হাজারে ২ হাজার, আবার কেউ বলছেন ওভারে এতো রানে এতো টাকা।এভাবেই চলছে মৌখিকভাবে পছন্দের দল নির্ধারণ করে টাকা তৃতীয় পক্ষের কাছে জমা রেখে জুয়া খেলা, এবং একদল জুয়াড়ি রয়েছে যারা অনলাইনের মাধ্যমে বেটবক্স একাউন্ট দ্বারা বছরের পর বছর ডলার দিয়ে খেলছেন লক্ষ লক্ষ টাকার জুয়া, আর ওই জুয়া খেলাগুলো পরিচালনা করছে বানিয়াচংয়ের কথিত কয়েকজন বেটবক্স এজেন্টরা।যারা কম্পিউটার দোকান নিয়ে দিব্বি চালিয়ে যাচ্ছে নিজেদের অপকর্ম,এবং গড়ে তুলেছে কালো টাকার পাহাড় ও নিজ বাড়িতে বিশাল অট্টালিকা।
অপরদিকে-ওইসব জুয়া খেলার টাকার যোগান দিতে পথভ্রষ্ট হচ্ছে হাজারো কলেজ পড়ুয়া যুবক,এমনকি নিজ গৃহে চুরি করে জুয়ায় মত্য রয়েছে কিছু উঠতি বয়সী যুবকেরা।এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়-জুয়ার টাকার যোগান দিতে গিয়ে বৃদ্ধি পেতে পারে চুরি চামারি এবং মাদকাসক্তির প্রবনতা।তাই অনতিবিলম্বে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ খুবই প্রয়োজন বলে আইনি পদক্ষেপ গ্রহনের দাবী জানান এলাকাবাসী।

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বানিয়াচংয়ে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ব্যারিষ্টার মুশতাক আহমেদ

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বড়ভাকৈর ইউনিয়নসহ নবীগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রংগলাল

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান