সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফেয়ার কুষ্টিয়ার মানববন্ধন

মোঃসোহাগ পারভেজ, জেলা প্রতিনিধি: ৭ অক্টোবর ২০২০ (বুধবার) কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে ফেয়ার কুষ্টিয়ার আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, কাজী আরেফ স্মৃতি সংসদের আহবায়ক কারশেদ আলম,কবি ও লেখক আলম আরা জুঁই, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কনক চৌধুরী, মানবাধিকার সংগঠক দেওয়ান আক্তারুজ্জামান, বাসদের আহবায়ক কমরেড শফিউর রহমান শফি,মানবাধিকার কর্মী তাজনিহার বেগম তাজ,কবি আসমা আনসারি মিরু শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে সময়ে সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের ঘটনা ও সহিংসতা দিনকে দিন ব্যাপকভাবে বেড়েই চলেছে। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইনের প্রয়োগ এর পাশাপাশি সামাজিক আন্দোলনের প্রয়োজন। বক্তারা ধর্ষকদের আশ্রয় প্রশয় না দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার অসংখ্য মানুষ সংহতি প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ধর্ষণ ও নারী নির্যাতনে প্রতিবাদী মানবতার সেবায় দৌলতপুর  ছাত্র সংস্থার মানববন্ধন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বেনাপোলে ট্রাকের চাপায় সাংবাদিক লোকমান নিহত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান