বানিয়াচং রিপোর্টার্স ইউনিটির জরুরী সভা অনুষ্ঠিত

শোভা আক্তার বানিয়াচং, (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে স্থানীয় বড়বাজারস্থ ইউনিটির অস্থায়ী কার্যালয়ে ইউনিটির সভাপতি ভোরের কাগজের বানিয়াচং প্রতিনিধি জীবন আহমদ লিটনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আলোকিত বাংলাদেশ বানিয়াচং প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম তালুকদারের সঞ্চলনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিমকে সংবাদ প্রকাশের জের ধরে হুমকি ধামকি দেয়ায় এর তীব্র নিন্দা জানানো হয়। ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান সাংবাদিকরা।

এছাড়া আগামীতে বানিয়াচংয়ের প্রাণকেন্দ্র বড়বাজারে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় স্থাপন ও ইউনিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাণীর ষ্টাফ রিপোটার হোসাইন মোহাম্মদ হেলিম, ইউনিটির সিনিয়র-সহ সভাপতি দৈনিক পরিবর্তন বানিয়াচং প্রতিনিধি শেখ সফিকুল ইসলাম সফিক, সহসভাপতি দৈনিক হক ইনসাফ বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম, সহসভাপতি আজমল হোসেন খান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধ আব্দুল মালিক, প্রতিদান ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক ইউনিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর রেজা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান মাসুক, প্রচার সম্পাদক শোভা আক্তার, সাংবাদিক পপি রানী দাস প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে আনসার বাহিনীর ডিজি’র পক্ষে ত্রাণ বিতরণ

কুষ্টিয়ায় ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

আজমিরীগঞ্জে  অগ্নিকান্ডে  ১২টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থল ইউএনও’র পরিদর্শন