নবীগঞ্জে শেরপুর সড়কে বড় বড় গর্তের সৃষ্টি : জনদুর্ভোগ চরমে

মোঃ জাফর ইকবাল, ষ্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-ভাটি শেরপুর সড়কের অধিকাংশ স্থানে বড় বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা। সরদারপুর, লক্ষীপুড়, দুর্গাপুর, কামালপুর, রাধা নগর ও শেরপুর ছয়টি গ্রামের প্রায় ১০ হাজার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করেন। মোটরবাইক, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী অটোরিক্সা (সিএনজি), টমটম, পিকআপ সহ বিভিন্ন প্রকারের ছোট বড় যানবাহনের চলাচল এই রাস্তা দিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যাত্রীরা । যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা হওয়ার আশংকা রয়েছে। চরম ঝুঁকির মধ্যে পড়েছে রাস্তার ধারে বসবাসকারী লোকজন। গত কয়েক বছর ধরে রাস্তা চলাচল করতে গিয়ে মাল বোঝাই ট্রাকসহ ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পড়ছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রী ও পথচারীরা। রাস্তাটিতে অধিক ওজনের যানবাহন চলাচল করায় চেয়ারম্যান গেইট এ-র সামনের ব্রীজ টি ভেঙে ধসে যাচ্ছে, প্রতিনিয়তই রাস্তা ধেবে যায়। রাস্তাটি ধেবে গিয়ে পিচ উঠে এখন মাটির রাস্তায় পরিণত হচ্ছে। তাই রাস্তার সংস্কার কাজ করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচং উন্নয়ন মেলায় ভূমি অফিস চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে স্থাপন হবে দুগ্ধবাজার :প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

১৭ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আজওয়াদ এঁর নেতৃত্বে সেনা অভিযান