এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে ঢাকাস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের মানববন্ধন

খোরশেদ আলম : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতাকর্মীগন বাংলাদেশ ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন কে নিষিদ্ধ করার দাবি জানান। বুধবার (৩০ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আয়নুল হক রেজার সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আবেদ রাজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম সামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ আল মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, উক্ত ফোরামের উপদেষ্টা মোঃ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, ফোরামের উপদেষ্টা কে এম রিপন তালুকদার।

আরও বক্তব্য রাখেন, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ আহমেদ চৌধুরী,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সামছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান, সাদেক আহসান, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক আরিফ বিল্লাহ সহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে সরকারী প্রনোদনায় সাত হাজার ১শ কৃষককে সার-বীজ প্রদান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে বঙ্গবন্ধুর আত্মত্যাগের মুল্য দিতে হবে: ৭ই মার্চ দিবসে এমপি রুয়েল

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বরগুনা থেকে নিখোঁজ কিশোরকে বের করে পরিবারের কাছে তুলে দিলেন শামীম মোল্লা