বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

শোভা আক্তার, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের পল্লীতে জায়গা সংক্রান্ত বিরুধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লঘু আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ( ২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজপুর গ্রামের শাহিদ মিয়ার সাথে আব্দুল আহাদ মিয়ার দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরুধ চলছিল। রবিবার সকালে বিরুধীয় জায়গায় মাটিকাটাকে কেন্দ্র করে তর্কতর্কির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহত অন্তত ১২ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানিয়েছেন, ঘটনা জানার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত পদক্ষেপের কাজ চলছে বলে তিনি দৈনিক অনুসন্ধানকে জানান।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

আজমিরীগন্জে সংঘর্ষেে নারীসহ আহত ৩০; আবারও হামলার আশঙ্কা

বানিয়াচং ২ নং ইউপির অধিকাংশ এলাকা প্লাবিত

কর্মকর্তাদের স্বজন ছাড়া ঈদ ও কিছু কথা-শিব্বির আহমদ আরজু