তারুণ্যের চোখে স্বদেশ ” সংগঠনের পক্ষ থেকে অনলাইন রচনা  প্রতিযোগিতা

রোখসানা আক্তার, নবীগন্জ( হবিগঞ্জ) প্রতিনিধি।।”তারুণ্যের চোখে স্বদেশ ” সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ  থেকে  অনলাইন ভিত্তিক  রচনা প্রতিযোগিতার আয়োজন  করা হয়েছে । করোনা পরিস্থিতিতে গতানুগতিক  ধারায় পরীক্ষা  নেওয়া  সম্ভব  হবে না , বিধায়  সংগঠনটি অনলাইন ভিত্তিক রচনা প্রতিযোগিতার  আয়োজন  করেছে । এতে  সিলেট বিভাগের সকল শিক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারবে। রচনার বিষয় হলোঃ২০২১ সালের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধির  ও জনতার করনীয়।
সময়ঃ ২৫ সেপ্টেম্বর, রোজ শুক্রবার, রাত ১০ টার মধ্যে, “তারুণ্যের  চোখে স্বদেশ ” পেইজে  জমা দিতে হবে।

১ম পুরস্কার নগদ ১০ হাজার টাকা।
২য় পুরস্কার নগদ ৮ হাজার টাকা।
৩য় পুরস্কার নগদ ৫ হাজার টাকা।
এগুলোর পাশাপাশি আরও কিছু  বিশেষ  পুরস্কার  রয়েছে।
সংগঠনটির উদ্দেশ্য   মেধাবী  তরুণ -তরুণীদের খুঁজে  মেধার  সঠিক মূল্যায়ন করা।
আপনার  নিজে অংশ গ্রহন করুন  এবং পরিচিত জনকে অংশ গ্রহন করতে উৎসাহ করুন। এর সম্পর্কে  আপডেট  তথ্য পেতে ” তারুণ্যের চোখে স্বদেশ “https://www.facebook.com/groups/619286112122117/?ref=
পাবলিক গ্রুফে চোখ রাখুন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে প্রতিবন্ধী পরিবারের পাশে সেচ্ছাসেবকলীগ নেতা মাসুম

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ড্রেনেজ ব্যবস্থার অভাব : বানিয়াচংয়ের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছে অনলাই পত্রিকা বানিয়াচং মিরর-ইউএনও মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান