কুড়িগ্রামের রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

মোস্তফা কামাল মামুন,  কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খন্জনমারা এলাকায় সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা একে অপরের খালাতো ভাই-বোন। নিহতরা হলেন: খন্জনমারা গ্রামের হায়দার আলী ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামারে খালাতো ভাই রৌমারীর কাউয়ার চর গ্রামের আব্দুল কাদেরের পুত্র নবম শ্রেণির ছাত্র হামিম (১৪) ও সিয়ামের আরেক খালাতো বোন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলিউল্ল্যাহর পুত্র ৫ম শেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত হামিম ও জিন্নাতসহ তাদের পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খন্জনমারা এলাকায় সোনাভরি নদীতে ওই বাড়ির ৫ জন গোসল করতে নামে। এসময় দুইজন উঠে আসলেও সিয়াম, হামিম ও দিনা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

কুড়িগ্রামের পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু 

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ঘোড়াঘাটে ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি, ২ চোর আটক

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

ঘোড়াঘাটে মাঠ থেকে গরু চুরি : গরুসহ দুই চোর আটক

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান