মৎস্য অফিসার নুরুল ইকরামের অভিযানে ঝাটকা ইলিশ জব্দ

শোভা আক্তার, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি -হবিগঞ্জের বানিয়াচংয়ে মা ইলিশ ও ঝাটকা ইলিশ এবং পোনা মাছ বিক্রি বন্ধ করনের লক্ষে স্থানীয় বড় বাজারে অভিযান পরিচালনা করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম।

মঙ্গলবার ২৫ আগষ্ট স্থানীয় সাবরেজিষ্টার অফিসের সামনে মাছ বিক্রেতা নবী হোসেনের কাছ থেকে প্রায় ১০কেজি ঝাটকা ইলিশ জব্দ করেন। অসাধু জেলে এবং মাছ বিক্রেতা উপজেলা সদরের খাগড়ি গ্রামের সাবলাল মিয়ার পুত্র।

জানা যায়-দীর্ঘদিন যাবত নবী হোসেন ও তার অন্যান্য মাছ বিক্রেতারা বানিয়াচং সাবরেজিষ্টার অফিসের সামনে ঝাটকা ইলিশ এবং পোনামাছ বিক্রি করছে । এ খবর জানতে পেয়ে বানিয়াচংয়ে নবাগত সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইকরামের নেতৃত্বে জনস্বার্থে অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান এবং স্টাফরা।
এ ব্যাপারে কথা হয় মৎস্য কর্মকর্তা নুরুল ইকরামের সাথে। তিনি জানান,প্রাথমিকভাবে ঝাটকা ইলিশ জব্দ করা হল।দেশীয় মাছ রক্ষায়
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু মাছ বিক্রেতাদের কঠোর শাস্তি প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

হবিগঞ্জে কবরস্থান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ করলেন ইউএনও,এসিল্যান্ড

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

সড়কে বিমর্ষ লাশ দেখতে চাই না ; গাড়ী চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে আবুল কাশেম চৌধুরী